দেশেই ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ উদ্ভাবন

১২ জুলাই, ২০২০ ২১:৩০  
আইসোলেশন কক্ষের দূষণ ছাড়াও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে দেশেই তৈরি হলো ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’। যৌথ গবেষণায় এটি উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একদল গবেষক। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সাইন্স প্রোগ্রামের আর্থিক সহায়তায় গবেষণা দলে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের একটি প্রজেক্টে নিয়োজিত গবেষকবৃন্দ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকৌশলী রাকিব সাখাওয়াত হোসেন এবং অংশীদারবিহীন সামাজিক প্রতিষ্ঠান ‘বাইবিট লিমিটেড’-এর গবেষক প্রকৌশলী মো. মনিরুজ্জামান। গবেষকরা জানিয়েছেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তারা এই ঋণাত্মক চাপের আইসোলেশন ক্যানোপি তৈরি করেছেন। এটি বিএসএমএমইউ-তে প্রদর্শিত হয়েছে। সেখানকার চিকিৎসকরা এটিকে খুবই সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। এছাড়াও দেশে তৈরি এই নেগেটিভ প্রেশার ক্যানোপি বিএসএমএমইউ-এর ইনটেনসিভ কেয়ার বিভাগে ব্যবহার ও গবেষণার জন্য ইতোমধ্যেই ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (ওজই) অনুমোদন করেছে। কেবলমাত্র একটি বিছানার উপরে একজন রোগীকে আলাদা করে রাখবে এই ক্যানোপিটি। তাছাড়া এটির চারদিকের পর্দা স্বচ্ছ ও উঁচু হওয়ায় রোগী কোনো রকম অস্বস্তিবোধ করবে না। এছাড়াও বিদেশের যন্ত্রে ক্যানোপির ভিতরের বাতাসের জীবাণু ও ভাইরাসকে কেবলমাত্র বিশেষ ধরনের হেপা ফিল্টার দিয়ে যতটা সম্ভব আটকিয়ে রেখে পরিশোধিত বাতাস আবার হাসপাতালের কক্ষে ছেড়ে দেয়া হয়। এ গবেষক দলের ডিজাইনে হেপা ফিল্টারের সঙ্গে বাড়তি আছে আলট্রাভায়োলেট আলোর প্রযুক্তি যার মাধ্যমে প্রথমেই সব জীবাণু ও ভাইরাস ধ্বংস করে ফেলা হয়।